অর্ন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে ইসলামী ঐক্যজোট

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যবিশিষ্ট অর্ন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে ইসলামী ঐক্যজোট।

আজ রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ইসলামের ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা হাসানাত আমিনী বলেছেন, তরুণ ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল এই সরকার। উপদেষ্টামন্ডলীতে প্রবীন-নবীন ও আলেম প্রতিনিধির সমন্বয় ঘটেছে, যা বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর জন্য ইতিবাচক। আশা করি, এই সরকার দেশে শান্তি, শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখবে। ছাত্র-জনতা হত্যা ও দূর্নীতিবাজ আওয়ামী সরকারের দায়িত্বশীলদের নিরপেক্ষ বিচার ও রাষ্ট্র সংস্কার করে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে।

তিনি বলেন, দেশ, জাতি ও ইসলামের কল্যাণে সরকারের যে কোন ইতিবাচক কাজে আমাদের সমর্থন থাকবে। তবে নেতিবাচক কোন কিছু করলে আমরা এর বিপক্ষে অবস্থান ব্যক্ত করবো।

এ জাতীয় আরো সংবাদ

শেখ হাসিনা নির্বাচনে হারলে ‘চিন্তিত’ হয়ে পড়বে ভারত

নূর নিউজ

সড়ক দুর্ঘটনায় বেশি মৃত্যু মোটরসাইকেলে

নূর নিউজ

রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের ক্ষমতা কারো নেই : জি এম কাদের

আনসারুল হক