আক্রান্ত মেয়ে-জামাইকে দেখতে গিয়ে ডায়রিয়ায় মারা গেল দম্পতি

ডায়রিয়ায় আক্রান্ত মেয়ে ও মেয়ের জামাইকে দেখতে এসে মৃত্যু হয়েছে বাহন ত্রিপুরা (৫৫) ও মেলাতি ত্রিপুরা (৫০)।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের লংথিয়ানপাড়ায় এ মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে গত ১৫ দিনে এলাকাটিতে চারজনের মৃত্যু হয়েছে।

তারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুর্গম নতুন বেটলিংপাড়া গ্রামের বাসিন্দা।

তাদের পরিবারের সদস্যরা জানান, ওই দম্পতির তার মেয়ে ও মেয়ের জামাই ডায়রিয়ায় আক্রান্ত হলে তাদের দেখতে যান। পরে তারাও ডায়রিয়ায় আক্রান্ত হন। একপর্যায়ে শুক্রবার রাত প্রায় ৩টার দিকে লংথিয়ানপাড়ায় মেয়ের বাড়িতে তারা মারা যান।

এর আগে গত ৭ জুন একই গ্রামে আরও দুজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দু চাকমা বলেন, আমরা দুজনের মৃত্যুর খবর পেয়েছি এবং পুরো এলাকার সার্বিক অবস্থার খোঁজ নিচ্ছি, প্রয়োজন হলে আবার আমাদের মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করব।

এ জাতীয় আরো সংবাদ

আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন কাদের মির্জা

আলাউদ্দিন

পঞ্চগড়ে কাদিয়ানিদের হামলার নিন্দা খতমে নবুওয়তের

নূর নিউজ

লোক দেখানো নোটিশ নয় স্বচ্ছ নির্বাচন আয়োজন ও ইভিএম নিয়ে সংশয় দূর করুন

নূর নিউজ