আগামীকাল তাহাফফুজে খতমে নবুওয়তের ওলামা মাশায়েখ সম্মেলন

আগামীকাল ৮ মার্চ, মঙ্গলবার, সকাল ৯ ঘটিকায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা ২নং জোনের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম খিলগাঁও মাদরাসা মিলনায়তনে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর সকল পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা ও দেশের তৌহিদী জনতার প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী।

তিনি বলেন, এতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত, ঢাকা ২নং জোনের সভাপতি মাওলানা ইউনুস ঢালির সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের দাওয়া বিভাগীয় প্রধান আল্লামা শাহ আলম গৌরখপুরী সাহেব।

তিনি আরো বলেন, আগামীকাল ৮ মার্চ, মঙ্গলবার, সকাল ৯ টায়, তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম খিলগাঁও মাদরাসা মিলনায়তনে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা ২নং জোন-এর উদ্যোগে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। তাহাফফুজে খতমে নবুওয়ত এর সকল পর্যায়ের নেতাকর্মী ও ওলামা-মাশায়েখ সহ দেশের আপামর তৌহিদী জনতার প্রতি আমরা সম্মেলনকে সফল করার জন্য উদাত্ত্ব আহ্বান জানাচ্ছি।

এ জাতীয় আরো সংবাদ

অনতিবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: ড. ইকরাম

আনসারুল হক

অল্প আমল অধিক সওয়াব

নূর নিউজ

সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

আনসারুল হক