আগামী ৩ দিন আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে

আগামী তিন দিন উত্তর বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে— আন্দামান সাগর এবং এর কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ আকারে একই জায়গায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র: বাসস

এ জাতীয় আরো সংবাদ

ইজতেমা উপলক্ষ্যে পুলিশের বিশেষ নির্দেশনা

নূর নিউজ

একনজরে মানবতার ফেরিওয়ালা মুফতি শহিদুল ইসলামের বর্ণাঢ্য জীবন

নূর নিউজ

জাতীয় পার্টির দুই চেয়ারম্যান

নূর নিউজ