আজ থেকে সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষেধ

জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সচিবালয় ও যমুনা বাসভবন এলাকা এবং তার আশপাশে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার (৮ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ৯ জুন (সোমবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

  • নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে:
  • বাংলাদেশ সচিবালয়
  • প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’
  • হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়
  • কাকরাইল মসজিদ মোড়
  • অফিসার্স ক্লাব মোড়
  • মিন্টু রোড এলাকা

এর আগে গত ১৩ মার্চ ও ১৫ মে একই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল ডিএমপি। এছাড়া, ১৭ মে ঢাকা সেনানিবাস ও সংলগ্ন এলাকাতেও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

লকডাউনের প্রথম দিনে রাজধানীতে ৭৫৫ জন আটক

আনসারুল হক

বিক্ষোভে নেমেছে ই-অরেঞ্জের প্রতারিত গ্রাহকেরা

নূর নিউজ

নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

নূর নিউজ