আজ ৩রা জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭:০০ টায় বাদ মাগরিব লালবাগস্থ কার্যালয়ে ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দের সাথে সমমনা ইসলামী দলসমূহের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে সংস্কার ও পতিত ফ্যাসিবাদীদের বিচার, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামী দলসমূহের পক্ষ থেকে একক প্রার্থী মনোনয়নের কৌশল নিয়ে আলোচনা হতে পারে।
বৈঠকে ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী সহ শীর্ষ নেতৃবৃন্দ ও সমমনা ইসলামী দল সমূহের লিয়াজোঁ কমিটি কর্তৃক নির্বাচিত তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রতিনিধি উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।