আজ শুরু হচ্ছে ঐতিহ্যবাহী উজানী মাদরাসার বার্ষিক মাহফিল

নূর নিউজ: বাংলার মনীষী আলেম হযরত মাওলানা কারী ইবরাহিম রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়ার (উজানি মাদরাসার) বার্ষিক মাহফিল আজ (২১ জানুয়ারি) শুরু হচ্ছে।

বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠেয় দুইদিনের এই মাহফিল প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত দশটার মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

দ্বিতীয় দিন শুক্রবার সকাল দশটা থেকে আরম্ভ হয়ে শনিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে।

প্রতি বছরের মতো এবারও মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ক্বারী ইবরাহীম রহ. এর তিন প্রপৌত্র- মাওলানা ফজলে এলাহী, মাওলানা আশেক এলাহী এবং মাদরাসার মুহতামীম মাওলানা মাহবুব এলাহী।

মাহফিলে দেশের শীর্ষস্থানীয় আলেমগণ গুরুত্বপূর্ণ বয়ান ও নসিহত পেশ করবেন। মাহফিল উপলক্ষ্যে দেশ-বিদেশের অনেক মানুষের সমাগম ঘটে উজানির ময়দানে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৫/৭ দিন আগে থেকেই ধর্মপ্রাণ মুসলমান উজানী মাদরাসার উদ্দেশ্যে আসা শুরু করেন। ফলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে এ মাহফিলে।

এ জাতীয় আরো সংবাদ

কাদিয়ানী সম্প্রদায়ের মিথ্যাচারিতা থেকে এখনো মুসলমানরা স্বাধীন হতে পারি নি

নূর নিউজ

সংসদে টিকা কেনার খরচ জানাতে অনিচ্ছুক স্বাস্থ্যমন্ত্রী

নূর নিউজ

বর্তমান নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: ফখরুল

আলাউদ্দিন