আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফলে মধুপুরী পীরের সঙ্গে জমিয়তের মতবিনিময়

আসন্ন আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর হজরত মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর (দা. বা.)-এর সঙ্গে মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) মুন্সীগঞ্জের মধুপুরে অবস্থিত খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ্ ফারুকের নেতৃত্বে প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতী শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া প্রমুখ।

এছাড়া খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ্ কাসেমী এবং কেন্দ্রীয় দাঈ মাওলানা আবু ইউসুফ সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে জমিয়ত নেতৃবৃন্দ আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব মধুপুরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একইসঙ্গে বিদেশি অতিথিদের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ জাতীয় আরো সংবাদ

ভালো কাজের প্রতি আগ্রহী করলে যে প্রতিদান পাবেন

নূর নিউজ

ওমরাহ পালনে মানতে হবে যেসব শর্ত

আনসারুল হক

রাগ দমনে যেসব কৌশল অবলম্বন করবেন

নূর নিউজ