আপনি নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছেন: প্রধান নির্বাচন কমিশনারকে রিজভী

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনি নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছেন। আপনি নাকি আমলা ছিলেন, ডিসি ছিলেন? এত বড় ক্রীতদাস? ক্রীতদাসরাও তো মাঝে মাঝে মালিকের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বিদ্রোহ করেন। আপনার মতো এ ধরনের ক্রীতদাস আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দুআ মাহফিল তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সিইসি সুষ্ঠু নির্বাচন নয়, লুটপাটে ব্যস্ত। উনার তো সুষ্ঠু ভোটের দরকার নাই, কিছু লোককে প্রশিক্ষণ দেবে এজন্য টাকা বরাদ্দ দরকার। ইভিএম মেশিন একটা জালিয়াতির মেশিন। সেই মেশিন কিনতে হবে, এজন্য উনার টাকা দরকার। আর সেই টাকা লোপাট করবেন তিনিসহ অন্যান্য কমিশনার।

তিনি বলেন, দেশের বুদ্ধিজীবীরা সিইসির অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেছিলেন। সিইসিকে ‘দুর্নীতিবাজ’ এবং ‘গণতন্ত্রকে ধ্বংসকারী’ হিসেবে আখ্যা দিয়েছিলেন। এই লোকটি সুষ্ঠু নির্বাচনকে গোরস্থানের মধ্যে সমাহিত করেছেন। কিন্তু কোনোভাবেই উনি সরে যেতে চান না। সরকারও মনে করে, এত বড় তাবেদার, এত বড় গোলাম তো আর পাওয়া যাবে না।

এ জাতীয় আরো সংবাদ

ট্রাম্পের ইউটিউব চ্যানেল স্থগিত

আনসারুল হক

যারা স্কুল-কলেজ খুলে দিতে বলে তারা দেশের শত্রু: আমির হোসেন আমু

আলাউদ্দিন

অমনোযোগী শিক্ষার্থীদের মারধর নয় : প্রধানমন্ত্রী

নূর নিউজ