আফগানিস্তানে পৌঁছেছে বাংলাদেশের ত্রাণ সহায়তা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি কার্গো ফ্লাইট শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটিতে পৌঁছেছে। ফ্লাইটটিতে ১১ দশমিক ২২৭ টন ত্রাণসামগ্রী ছিল।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস ও ওষুধপত্র। ত্রাণ হস্তান্তরের পর একই দিনে বিমানটি দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান কাবুলের উদ্দেশ্যে ঢাকার বিমানঘাঁটি থেকে রওনা হয়।

গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত দুই হাজার ২০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। ধ্বংস হয়েছে আট হাজারেরও অধিক ঘরবাড়ি।

ভূমিকম্পের কারণে খাদ্য, পানি ও আশ্রয়ের ঘাটতি এবং চিকিৎসা সেবার অভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় মারাত্মক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ এই ত্রাণ পাঠিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

নূর নিউজ

আড়াইহাজারে জমিয়তের নবগঠিত কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আনসারুল হক

ধর্মীয় বিদ্বেষরোধে জাতিসংঘের মানবাধিকার পরিষদে প্রস্তাব পাস

নূর নিউজ