আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে; বাবা-মা সিনেমা করে এটা ভালো দেখায় না: অনন্ত জলিল

চিত্রনায়ক অনন্ত জলিল এবার চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। হাতে থাকা কাজগুলো শেষ করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। এর আগে তার স্ত্রী ও নায়িকা বর্ষা একই কারণে সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

এক সাক্ষাৎকারে অনন্ত বলেন, তার দুই ছেলে ইসলামিক শিক্ষায় মনোযোগী। বড় ছেলে ইতোমধ্যে আট পারা হাফেজ হয়েছে, আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো পূর্ণ কোরআন খতম দিয়েছে। অনন্তের ভাষায়— “আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে—এটা ভালো দেখায় না।”

তিনি জানান, বর্ষা প্রথম গর্ভধারণের সময় থেকেই তাদের নিয়ত ছিল সন্তানদের মুফতি বানানো এবং একসময় মদিনায় পাঠানো। এখন সেই স্বপ্নই বাস্তবায়নের পথে।

স্ত্রীর প্রসঙ্গে অনন্ত বলেন, “যেহেতু ছেলেরা ইসলামিক ও জেনারেল—দুই ধারাতেই পড়াশোনা করছে, তাদের কাছে মায়ের সিনেমা করা ভালো লাগবে না। আমিও চাই না, ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করি। তাই হাতে থাকা কাজগুলো শেষ করে এরপর সিদ্ধান্ত নেব।”

প্রসঙ্গত, অনন্ত-বর্ষা অভিনীত ‘নেত্রী: দ্য লিডার’ চলচ্চিত্রের কাজ প্রায় ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। ছবিটি শিগগিরই মুক্তির পরিকল্পনা রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

ইসলামী জোট ও কিছু গুরুত্বপূর্ণ ভাবনা

আনসারুল হক

হিল্লা বিয়ে নিয়ে আপত্তি ও জবাব

নূর নিউজ

ডিজিটাল বাংলাদেশের মহাসড়ক হবে ফাইভ-জি

নূর নিউজ