আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে পীর সাহেব দেওনার শোক

আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও জাতীয় স্বার্থে বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব ড. মাহমুদুর রহমানের শ্রদ্ধেয় মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ক‌ওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা।

আজ রোববার (৬ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় এই শোক জানান তিনি।

তিনি শোকবার্তায় বলেন, মরহুমা ছিলেন একজন আদর্শ গৃহিণী, ধার্মিক, পরহেযগার ও সন্তানকে ইসলামী আদর্শে গড়ে তোলার আলোকবর্তিকা। তাঁরই সুশিক্ষা ও দোয়ার বদৌলতে মাহমুদুর রহমান জাতির একজন সাহসী সন্তান হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

তিনি আরো বলেন, এই মহান মাতা নিশ্চয়ই একজন দ্বীনদার, নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ ও সন্তানের আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে নিবেদিতপ্রাণ ছিলেন। তাঁর গর্ভে জন্ম নিয়ে মাহমুদুর রহমান যেভাবে জাতি ও ইসলামি মূল্যবোধের পক্ষে অগ্রণী ভূমিকা রেখেছেন, তা তাঁর মায়ের জীবনের এক বড় সফলতা।

তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কামনা করে বলেন,তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন, কবরকে শান্তিময় করে তোলেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন।

উল্লেখ্য, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, বউমা ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুনগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

এ জাতীয় আরো সংবাদ

বিমানবন্দরের কার্যক্রম সন্তোষজনক নয় : সালমান এফ রহমান

নূর নিউজ

গোপালগঞ্জ থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে: ইউনুছ আহমদ

আনসারুল হক

দেশে মাথাপিছু আয় বাড়ল

আনসারুল হক