আমার যতটুকু শক্তি আছে, আমি আপনাদের হয়ে লড়বো: কাশ্মীরি জনগণকে ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানে যোগ দেওয়া কিংবা স্বাধীন থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে কেবল কাশ্মীরের জনগণ। ভবিষ্যতে পাকিস্তানের পক্ষে ভোট দিলেও তাদের জন্য এ সুযোগ থাকবে। ‘আমার যতটুকু শক্তি আছে, আমি প্রতিটি ফোরামে আপনাদের হয়ে আওয়াজ তুলব। আপনাদের হয়ে লড়বো। আমি তা করছি এবং অব্যাহত রাখব।’

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) কাশ্মীর সংহতি দিবসে আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) কোটলি জেলায় এক জনসভায় ইমরান খান এ কথা বলেন।

ইমরান খান এসময় মনে করিয়ে দেন, কাশ্মীরের জনগণের ইচ্ছায় তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার যে প্রতিশ্রুতি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় দিয়েছিল, তা রক্ষায় তারা ব্যর্থ হয়েছে। তিনি জানান, ১৯৪৮ সালে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজ্যুলেশন অনুযায়ী, কাশ্মীরের জনগণ নিজেদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার অধিকার পাবে।

ইমরান খান বলেন, ‘প্রথমত আমি বিশ্বকে স্মরণ করিয়ে দিতে চাই, কাশ্মীরের জনগণের অধিকারের প্রতিশ্রুতি পূরণ হয়নি।’

কাশ্মীরের জনগণের উদ্দেশ্যে ইমরান বলেন, ‘যখন ভারত অধিকৃত কাশ্মীরের পাশাপাশি আজাদ কাশ্মীরের বাসিন্দারাও তাদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার অধিকার পাবে ও যখন কাশ্মীরের জনগণ পাকিস্তানকে বেছে নেবে, ইনশাআল্লাহ, তখনও তারা পাকিস্তানের অংশ হতে চান বা স্বাধীন থাকতে চান তা ঠিক করার অধিকার দেবে পাকিস্তান।’

ইমরান বলেন, ‘অধিকৃত কাশ্মীরের জনগণের পাশে পুরো পাকিস্তান আছে এবং কেবল পাকিস্তানই নয়, মুসলিম বিশ্ব তাদের পাশে আছে। এমনকি ন্যায়ের পক্ষে থাকা অমুসলিমরাও বিশ্বাস করেন যে, কাশ্মীরিদের তাদের প্রতিশ্রুত অধিকার দেওয়া উচিত।’

এ জাতীয় আরো সংবাদ

রোজা উপলক্ষ্যে ১০ হাজার পণ্যের দাম কমেছে আরব আমিরাতে

নূর নিউজ

তুর্কি চিফ অব ল্যান্ড ফোর্সেস ও চিফ অব জেনারেল স্টাফের সাথে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ সাক্ষাৎ

নূর নিউজ

১৫ হাজার ছাড়িয়েছে গাজার নিহতের সংখ্যা, নিখোঁজ ৭ হাজার

নূর নিউজ