আরব সরকারগুলোর নিরব ভূমিকা ইতিহাসের কলংক : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই ৬ এপ্রিল এক বিবৃতিতে বলেছেন, গাজ্জায় ইজরাইল যে নৃশংস গণহত্যা চালাচ্ছে তা কল্পনাতীত। এভাবে বোমাবর্ষণ করে মানুষ হত্যার নজীর মানব ইতিহাসে আর নাই। তার চেয়েও লজ্জাজনক বিষয় হলো, মানবতার ধ্বজাধারী পশ্চিমা সরকারগুলো, বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো এবং আরব সরকারগুলো যে নিরব ভূমিকা পালন করছে তা ইতিহাসের কলংক হয়ে থাকবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সামর্থ নিয়ে এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে এবং আগামীতেও রাখবে ইনশাআল্লাহ।

তারই অংশ হিসেবে আগামীকাল ৭ এপ্রিল ইজরাইলি গণহত্যার বিরুদ্ধে আহুত Global Strike এর প্রতি পূর্ণ ও স্বক্রিয় সমর্থন জানাচ্ছি। সোমবার সারা দেশে বাদ জোহর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকলকে সেই মিছিলে যোগদান করার অনুরোধ করছি।

পীর সাহেব চরমোনাই দেশবাসীকে অনুরোধ করে বলেন, ৭ এপ্রিল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ আয়োজন করুন। দেশের সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে বিক্ষোভ আয়োজন করে তার স্বচিত্র প্রতিবেদন বিশ্বব্যাপী ছড়িয়ে দিন।

গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

এ জাতীয় আরো সংবাদ

নিশ্চয়ই, আপনার ওপর অশুভ জ্বিন সওয়ার হয়েছে: প্রধান উপদেষ্টাকে চরমোনাই পীর

আনসারুল হক

নগরীতে ইসলামী আন্দোলনের মশারী বিতরণ অনুষ্ঠান, সরকারেকে পদত্যাগে বাধ্য করে দেশকে সংঘাতের হাত থেকে বাঁচাতে হবে: মাওলানা ইমতিয়াজ

নূর নিউজ

মাদকসেবীদের প্রয়োজন আল্লাহর ভয় ও ইসলামী শিক্ষার

নূর নিউজ