আল্লামা আহমদ শফী এবং জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত বিএনিপর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ দেশের প্রখ্যাত কওমি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারী পরিদর্শন করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার (১ আগস্ট) দুপুরে তারা মাদরাসায় যান।

পরিদর্শনকালে বিএনপি নেতারা হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফী এবং জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

পরবর্তীতে তাঁরা মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমী ও শায়খুল হাদীস শেখ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষক, স্থানীয় আলেম ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের পথে আমরা বড় কোনো বাধা দেখছি না। তাই অনিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তারও কিছু নেই। আমরা সরকারের কাছ থেকে শিগগিরই নির্বাচন বিষয়ে সুস্পষ্ট অবস্থান আশা করছি।”

এ সময় বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম আমরা নিচ্ছি। তবে ৮২৬টি সুপারিশের মধ্যে ৫১টি বিষয়ে এখনো ভিন্নমত রয়েছে, যা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।”

জুমার নামাজ শেষে বিএনপি নেতারা ফটিকছড়ির বাবুনগর এলাকায় জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় যান এবং হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন।

পরিদর্শন ও সাক্ষাতে চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক নেতা নূর মোহাম্মদ, সরোয়ার আলমগীর, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, জাসাস উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহারসহ আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

এখন থেকে মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা: ধর্ম উপদেষ্টা

আনসারুল হক

বিশুদ্ধ কুরবানী পালনে সচেতনতা জরুরি : জাতীয় মুফতী বোর্ড ফাউন্ডেশনের সেমিনারে বক্তারা

আনসারুল হক

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু

নূর নিউজ