আল্লামা নূর হোসাইন কাসেমী আর নেই

হেফাজতের ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী আর নেই। আজ (১৩ ডিসেম্বর) রবিবার দুপুর ১টা ১৫ এর দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হেফাজতের ইসলামের প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী নূর নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নানা রোগে আক্রান্ত আল্লামা নূর হোসাইন কাসেমী কয়েক দিন ধরে ইউনাটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

আল্লামা নূর হোসাইন কাসেমী একাধারে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আল হাইআতুল উলয়ার সহসভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহসভাপতি এবং জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা ও জামিয়া সোবহানিয়া মাহমুদ নগরের শায়খুল হাদিস ও মহাপরিচালক ছিলেন। হেফাজত আন্দোলন, খতমে নবুয়ত আন্দোলনসহ প্রভৃতি আন্দোলনে তিনি নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন। এ ছাড়া তিনি প্রায় ৪৫টি মাদ্রাসা পরিচালনার কাজে যুক্ত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

সন্ত্রাসীর ছুরিকাঘাতে গুরুতর আহত মুফতী আমিনীর জামাতা মাওলানা জসিম উদ্দীন

আনসারুল হক

হেফাজেতর ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালিত: তিন দফা দাবি পেশ

আনসারুল হক

বৈশ্বিক গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

নূর নিউজ