আল্লামা শফী সুস্থ, ফিরলেন মাদ্রাসায়

হাটহাজারী সংবাদাতা: ২৬ জুলাই ২০২০, রবিবার, ৩:৩৭

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে চট্টগ্রামের হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় ফিরেছেন।
গতকাল শনিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউ থেকে ছাড়পত্র পান। এরপর হাসপাতাল থেকে হাটহাজারী মাদরাসায় ফিরেছেন। চার দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের আইসিইউর সহযোগী অধ্যাপক ডা. হারুন অর রশিদ জানান, শারীরিক অসুস্থতা নিয়ে গত মঙ্গলবার দুপুরে আল্লামা শাহ আহমদ শফী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। কিন্তু এসব রিপোর্টে কোনো সমস্যা পাওয়া যায়নি। তিনি সুস্থ হলে আজ দুপুরে ছাড়পত্র দেওয়া হয়। হাসপাতাল থেকে ছাড় পেয়েই তিনি ফিরেছেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায়।

এ জাতীয় আরো সংবাদ

হত্যা মামলায় সাবেক এমপি আউয়াল রিমান্ডে

আনসারুল হক

ইসরায়েল-ভারতের সাথে অর্থনৈতিক-কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন : হেফাজত

আনসারুল হক

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া: তারেক রহমান

আনসারুল হক