আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় জনতার ঢল

চট্টগ্রামের দারুল মাআরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, দেশের অন্যতম শীর্ষ আলেম, হাজারও আলেমের উস্তাদ আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় জনতার ঢল নেমেছে।

শনিবার (৩ মে) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর দারুল মাআরিফ মাদরাসা প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে তাঁর ছাত্র, ভক্ত-অনুরাগীসহ হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেন।

জানাজায় ব্যাপক জনসমাগম হওয়ায় বন্দরনগরীর চান্দগাঁও এলাকায় যানজট ও জনজটের সৃষ্টি হয়। অনেক দীর্ঘ পথ পায়ে হেঁটে জানাজায় শরিক হন। জানাজায় অংশগ্রহণকারীদের জন্য আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল দারুল মাআরিফের পক্ষ থেকে। এরপরও উপস্থিত জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হয়।

তবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসমাবেশ থাকায় অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও জানাজায় অংশ নিতে পারেননি। ঢাকায় হেফাজতের মহাসমাবেশ শেষ করে চট্টগ্রামে গিয়ে জানাজায় শরিক হওয়ার সুযোগ ছিল না। এই কর্মসূচি না থাকলে জানাজায় আরও অনেক বেশি লোক সমাগম হতো বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এতে ওই এলাকায় স্থান সংকুলান হতো না।

আল্লামা সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান ছিলেন। এছাড়াও বিভিন্ন দীনি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল। সারাদেশেই তাঁর ব্যাপক ভক্ত-অনুরাগী রয়েছেন। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে দেশে-বিদেশে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।

আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে সারাদেশে আলেম-উলামার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর জন্য শোক জানিয়েছেন বিশিষ্টজনেরা।

এ জাতীয় আরো সংবাদ

রাসূল (সা.) কে যেভাবে হাসতে দেখেছেন সাহাবি আবু জর (রা.)

Sufian Farabee

কোরআন ও মহানবীকে অবমাননার প্রতিবাদে সম্মিলিত কওমী প্রজন্মের মানববন্ধন

আনসারুল হক

বিরল রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে অসহায় মায়ের আকুতি

আনসারুল হক