আল জাজিরার বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত হয়নি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আল জাজিরার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। তবে কোন সংক্ষুব্ধ ব্যক্তি এ বিষয়ে ব্যক্তিগতভাবে আদালতে যেতে পারেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আল জাজিরার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়নি। কিন্তু কোনো কোন সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে যায় বা হাইকোর্টে যায় সেক্ষেত্রে আদালত থেকে আমরা কোনো নির্দেশনা পাই, সেক্ষেত্রে আদালতের নির্দেশনা আমরা পালন করবো।

গত ১ ফেব্রুয়ারি কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শীর্ষক প্রতিবেদন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন মাধ্যম এমনকি রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা আলোচনা- সমালোচনা। উত্থাপন হচ্ছে প্রতিবেদনের বিরোধিতা করে সরকারের কঠোর অবস্থান নেয়ার নানা মত। এ নিয়ে বিভিন্ন সময়ে কথাও বলছেন সরকারের নীতি নির্ধারকরা।

দুপুরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বলেই আল জাজিরার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে এখনও আইনি কোনো পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়নি।

এ জাতীয় আরো সংবাদ

বিশ্বজয়ী হাফেজ তাকরীমকে সংবর্ধনা দিলো ধর্ম মন্ত্রণালয়

নূর নিউজ

আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার বাংলাদেশ: ভারতীয় হাইকমিশনার

আলাউদ্দিন

সিইসি ও চার কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

নূর নিউজ