আল নূর কালচারাল সেন্টার কাতারের উদ্যোগে অজু ও সালাত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নূর নিউজ

আল নূর কালচারাল সেন্টার কাতারের শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় অজু ও সালাত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ রমজান, ৩ এপ্রিল (বুধবারবার) বাদ ইশা দোহা জাদিদ ইবনে হাজম মসজিদে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে দু’শতাধিক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন।

কাতার ধর্মমন্ত্রণালয়ের খতিব, ওয়ায়েজ ও আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা ইউসুফ নূরের তত্ত্বাবধানে এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী ইব্রাহিম, হাফেজ মুহসিন ও মাওলানা ক্বারী হোসাইন আহমদ।

সমাপনী নসিহত পেশ করেন কাতার ধর্মমন্ত্রণালয়ের ইমাম ও খতিব এবং আল নূর কালচারাল সেন্টারের শিক্ষা বিভাগীয় পরিচালক হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান।

এসময় মাওলানা ইউসুফ নূর বলেন, অজু ও নামাজ ইসলামের মৌলিক ফরজ ইবাদত।তাই অজু ও নামাজের বিধি-বিধান শেখা সকলের ওপর ফরজ। অথচ এই ব্যাপারে জনসাধারণের সঠিক জ্ঞানের বড়ই অভাব। এই জাতীয় প্রশিক্ষণ ফরজ আইন।

এসময় তিনি উলামা মাশাইখ ও ইসলামী প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে অধিকতর মনযোগী হওয়ার আহবান জানান।

পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল প্রবাসীকে আল নূর সেন্টারের পক্ষ থেকে রমজান উপহার প্রদান করা হয় ।

এ জাতীয় আরো সংবাদ

মালয়েশিয়ায় ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি শিক্ষার্থী বশির ইবনে জাফর

নূর নিউজ

কাতারে মুহান্নাদী গ্রুপের ইফতার মাহফিলে প্রবাসীদের ঢল

নূর নিউজ

ইজতেমার মাঠে স্মরণকালের বৃহৎ জুমা অনুষ্ঠিত

নূর নিউজ