আল-হাইআতুল উলয়ার নামে খোলা সকল ফেক পেজ আজই বন্ধ করার আহ্বান 

আল-হাইআতুল উলয়ার নামে খোলা সকল ফেক পেজ আজই বন্ধ করার আহ্বান জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

আজ আল হাইয়ার ভেরিফাইড পেইজ থেকে শেয়ার করা একটি পোস্টে এই আহ্বান জানানো হয়। নূর নিউজের পাঠকদের উদ্দেশ্যে সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো।

“আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ একটি সরকার স্বীকৃত ও বিধিবদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কে বা কারা আল-হাইআতুল উলয়ার নামে ফেসবুক পেজ খুলে নানা রকম পোস্ট দিচ্ছে। কেউ কেউ আমাদের মনোগ্রাম ও কভার ফটোও ব্যবহার করছে। এটা সম্পূর্ণ বেআইনী এবং ডিজিটাল আইনে শাস্তিযোগ্য অপরাধ। উক্ত পেজগুলোর সঙ্গে এবং পেজগুলোর পোস্টগুলোর সঙ্গে আল-হাইআতুল উলয়ার কোন ধরনের সম্পর্ক নেই।”

পোস্টে আরো বলা হয়, ‘আল-হাইআতুল উলয়ার নামে খোলা ফেক পেজগুলোর এডমিনদেরকে উক্ত পেজগুলো আজই বন্ধ করে দেয়ার জন্য এবং পেজের পোস্টগুলো ডিলেট করে দেয়ার জন্য অনুরোধ করা হল। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

এ জাতীয় আরো সংবাদ

ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের নিশ্চিয়তা ছাড়াই সুইডেনের ন্যাটো সদস্যপদ নিয়ে আপত্তি তুলে নিলো এরদোয়ান

নূর নিউজ

মুসলিম দেশগুলোর বিনিয়োগ পেতে ইসলামি ব্যাংকিং চালু করছে রাশিয়া

নূর নিউজ

মক্কায় ইসরাইলি সাংবাদিক প্রবেশে সাহায্য করা গাড়ি চালককে গ্রেপ্তার

নূর নিউজ