আসছে তীব্র শৈত্যপ্রবাহ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শীতের প্রকোপ বেড়েছে। এতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূলসহ নিম্ন আয়ের মানুষের। তীব্র শীতের সঙ্গে বাতাস আর ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরইমধ্যে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে (জানুয়ারিতে) সর্বোচ্চ ৩টি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে।

এ ছাড়া জানুয়ারিতে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকতে পারে।

চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনও কখনও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এ জাতীয় আরো সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের স্পেশাল টিম

আনসারুল হক

ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ আগুন, অন্তত ৩০ লাশ উদ্ধার

নূর নিউজ

দাফনের সাড়ে ৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

আলাউদ্দিন