আ. লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন আয়োজন করলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।

বুধবার বিকেলে ঢাকা জেলা শাখার মতবিনিময় সভায় তিনি বলেন, “যেমনভাবে আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছিল, আমি তখনই তার প্রতিবাদ করেছি। একইভাবে বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা গ্রহণযোগ্য হবে না।”

এর আগে মঙ্গলবার তার রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা মামলাটি প্রত্যাহার হয়। এরপর বুধবার তিনি দলীয় কর্মসূচিতে অংশ নেন।

জি এম কাদের আরও বলেন, “আমার এবং আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। এমন মিথ্যা মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের জামিন দেওয়া হচ্ছে না। একজন দোষীকে শাস্তি দিতে ১০ জন নিরাপদ মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, “বাড়িঘর ও অফিসে আগুন দেওয়া, মামলা-হামলা ইত্যাদির মাধ্যমে আমাদের দমিয়ে রাখা সম্ভব হবে না। আমরা সরকারের অপকর্মের বিরুদ্ধে জনগণের পক্ষে কথা বলছি এবং ঝুঁকি নিচ্ছি। সরকারের জুলুম-নির্যাতনের ভয়ে আমরা থেমে যাব না।”

সম্প্রতি জাতীয় পার্টির আরেক অংশ ইলেকশন কমিশনে লাঙ্গল প্রতীকের জন্য আবেদন করেছে। জি এম কাদের এ প্রসঙ্গে বলেন, “যদি কেউ আমাদের লাঙ্গল প্রতীক অন্যকে দিতে চায়, আমরা রাজপথে আন্দোলন করব। যারা প্রকৃতভাবে দায়িত্ব নিতে পারবে, তারাই জাতীয় পার্টির আসল নেতা।”

এ জাতীয় আরো সংবাদ

আল্লামা শফী সুস্থ, ফিরলেন মাদ্রাসায়

আনসারুল হক

ওয়াজ মাহফিল বন্ধ করা হলো কেন? প্রশ্ন কাদের মির্জার

আলাউদ্দিন

মুজিববাদের’ বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নাহিদের

আনসারুল হক