আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বিপ্লবী ছাত্র-জনতাকে জমিয়তের অভিনন্দন

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আন্দোলনকারী বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক , সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওনা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী ও প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

রোববার (১০ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় বিপ্লবী জনতাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান তারা।

নেতৃবৃন্দ বিপ্লবী জনতার এই বিজয়ে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন এবং বিডিআর, শাপলা চত্বর , ২০২১ ও জুলাই গণহত্যাসহ আওয়ামী আমলের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

একই সঙ্গে জমিয়ত নেতৃবৃন্দ দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে শান্তি, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেওয়ারও আহবান জানান।

এ জাতীয় আরো সংবাদ

ঐতিহ্যবাহী বড়কাটারা মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠিত

আলাউদ্দিন

প্রতি ভরিতে সোনার দাম কমেছে ১,৯৮৩ টাকা

নূর নিউজ

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে নতুন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক

আনসারুল হক