ইউক্রেন দূতাবাস কর্মকর্তাদের দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে যুদ্ধের উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র সে দেশে থাকা দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে।

গত কয়েকমাস যাবত রাশিয়ার সঙ্গে ইউক্রেনের উত্তেজনা বিরাজ করছে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, রাশিয়া ইউক্রেনে আক্রমণের জন্য সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করেছে। যদিও রাশিয়া এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছে।

উত্তেজনা নিরসনে ওয়াশিংটনের সঙ্গে মস্কো কয়েকবার আলোচনা করলেও কার্যকর ফলাফল আসেনি।

রোববার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইউক্রেনে থাকা সকল কর্মকর্তা-কর্মচারীকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। এছাড়া অপ্রয়োজনীয় দূতাবাস কর্মীদের সরকারি খরচে দেশে ফিরতে বলা হয়েছে।

কিয়েভের মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছে, যেকোনো সময় রাশিয়ার সামরিক পদক্ষেপ আসতে পারে। এটা হলে যুক্তরাষ্ট্র সরকার আমেরিকান নাগরিকদের আকস্মিকভবে সরিয়ে নেওয়ার অবস্থায় থাকবে না। সুতরাং ইউক্রেনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সময় থাকতে পরিকল্পনা করা উচিত।

রাশিয়া আক্রমণ চালাতে পারে—এমন আশঙ্কার মধ্যে ইউক্রেনে প্রাণঘাতী ‘সামরিক সরঞ্জাম’ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ৯০ টন ওজনের ওই সামরিক সহায়তার প্রথম চালান ইতিমধ্যে ইউক্রেনে পৌঁছেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাস ওই সামরিক সহায়তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে, ইউক্রেন সীমান্তের দিকে আরও সেনা, ট্যাংক ও যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। সামরিক মহড়ার অংশ হিসেবে তা পাঠানোর কথা বলছে মস্কো।

এ জাতীয় আরো সংবাদ

২০ বছর পর আফগানিস্তান ছাড়ছে নিউজিল্যান্ডের সেনারা

আলাউদ্দিন

তরুণরাই তুরস্কের ভাগ্য নির্ধারণ করবে: এরদোগান

নূর নিউজ

আবারও কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করলেন বাংলাদেশি দুই হাফেজ

নূর নিউজ