ইরাকে ফের মার্কিন সামরিক জোটের ওপর হামলা

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সেনাবহরে আবারও হামলা হয়েছে। খবর নিউজ চ্যানেল ‘সাবিরিন’র।

শুক্রবার রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো থেকে জানা যায়, ইরাকের সালাউদ্দিন প্রদেশে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট পরিবহনের সময় একটি বহরে রাতে হামলার ঘটনা ঘটেছে। এর ফলে ওই বহরের ক্ষতি হয়েছে ।

এদিকে, ইরাকের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গতকাল (শুক্রবার) একদিনে সেদেশের বিভিন্ন প্রদেশে মার্কিন সামরিক বহরে পাঁচটি হামলা হয়েছে যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।

অবশ্য গত কয়েক মাসে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি ও বহরে হামলার ঘটনা আগের চেয়ে বেড়েছে।

ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন অনেক দিন ধরেই সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জানিয়ে আসছে।

মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে সেদেশের পার্লামেন্টে এক বিলও পাস হয়েছে।

গত বৃহস্পতিবারও ইরাকে বিদেশি সেনাদের দুটি বহরে একইভাবে হামলা হয়।

এ জাতীয় আরো সংবাদ

আল জাজিরার কাছে ভূমিকম্পের ভয়াবহতা বর্ণনা করলো এক শিশু

নূর নিউজ

মসজিদুল হারামে প্রথম জুমায় যা বললেন শায়েখ ইয়াসির আল-দাওসারি

নূর নিউজ

বাংলাদেশি আলেমের হাতে ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র‌্যাপার

নূর নিউজ