ইরাকে ফের মার্কিন সামরিক জোটের ওপর হামলা

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সেনাবহরে আবারও হামলা হয়েছে। খবর নিউজ চ্যানেল ‘সাবিরিন’র।

শুক্রবার রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো থেকে জানা যায়, ইরাকের সালাউদ্দিন প্রদেশে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট পরিবহনের সময় একটি বহরে রাতে হামলার ঘটনা ঘটেছে। এর ফলে ওই বহরের ক্ষতি হয়েছে ।

এদিকে, ইরাকের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গতকাল (শুক্রবার) একদিনে সেদেশের বিভিন্ন প্রদেশে মার্কিন সামরিক বহরে পাঁচটি হামলা হয়েছে যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।

অবশ্য গত কয়েক মাসে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি ও বহরে হামলার ঘটনা আগের চেয়ে বেড়েছে।

ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন অনেক দিন ধরেই সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জানিয়ে আসছে।

মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে সেদেশের পার্লামেন্টে এক বিলও পাস হয়েছে।

গত বৃহস্পতিবারও ইরাকে বিদেশি সেনাদের দুটি বহরে একইভাবে হামলা হয়।

এ জাতীয় আরো সংবাদ

ভিসা নীতি বহাল আছে, কোনও পরিবর্তন হয়নি: যুক্তরাষ্ট্র

নূর নিউজ

ট্রাম্প হেরে গেলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে ‘আমার মোটেও আস্থা নেই’ : বাইডেন

নূর নিউজ

পুলিশের গুলিতে আবার কৃষ্ণাঙ্গ তরুণ নিহত, যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

আনসারুল হক