ইশতেহারে আগে পিআর-এর ঘোষণা দিন, তারপর ক্ষমতায় গেলে পিআর চালু করুন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, যে সকল রাজনৈতিক দল পিআর পদ্ধতির নির্বাচন চাচ্ছেন তাদেরকে আমি বিনয়ের সাথে বলব: আপনারা নিজ নিজ দলের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করুন যে, আমরা ক্ষমতায় গেলে আগামীতে পিআর পদ্ধতির নির্বাচন চালু করব। দেশের জনগণ যদি আপনাদেরকে ম্যাণ্ডেট দেয় তাহলে তখন আপনারা পিআর পদ্ধতি চালু করবেন। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির দাবী করা সংবিধানপরিপন্থী। কারণ সংবিধানে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে যে,”সংসদ সদস্যকে তার আসন থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে”।

আজ ০৫ জুলাই শনিবার, জেল অডিটোরিয়ামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মাগুরা জেলা জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জেলা জমিয়তের সভাপতি মাওলানা কাজি জাবের বিন মুহসিন তাজাল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

কাউন্সিলে মাওলানা কাজী জাবের বিন মুহসিন তাজাল্লাকে সভাপতি, মাওলানা নুরুজ্জামানকে সাধারণ সম্পাদক ও হাফেজ মাওলানা হাবীবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়।

এ জাতীয় আরো সংবাদ

খালাস চেয়ে হাইকোর্টে মিন্নির আবেদন

আনসারুল হক

রমজান মাস জুড়ে জমিয়তের ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী

নূর নিউজ

‘গণহত্যার দায়ে আ.লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে’

আনসারুল হক