ইসরাইলি পতাকা নিয়ে কট্টরপন্থি ইহুদিদের আল-আকসায় অনুপ্রবেশ

জেরুজালেমে অবৈধ বসতকারী কট্টরপন্থি ইহুদিরা বৃহস্পতিবার ইসরাইলি সেনাদের ছত্রছায়ায় পবিত্র আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করেছে।

পশ্চিম দিকের গেট দিয়ে তারা আল-আকসায় প্রবেশ করেন। ১৯৬৭ সালে জেরুজালেম দখল শুরু করার পর থেকে এই গেটের নিয়ন্ত্রণ ইসরাইলিদের কাছে। খবর মিডলইস্ট মনিটরের।

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের কট্টর ডানপন্থি এমপি ইয়েহুদা গ্লিককের নেতৃত্বে ২২ দলে বিভক্ত হয়ে ছয় শতাধিক ইহুদি ইসরাইলের পতাকা নিয়ে প্রবেশ করে।

এ সময় আল-আকসায় অবস্থানরত মুসল্লিদের পিটিয়ে অর্ধশত ফিলিস্তিনিকে গ্রেফতার করে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরাইলি বাহিনী দুই অধিকারকর্মীকেও পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

বাগদাদে ফের গোয়েন্দা কর্মকর্তা হত্যা

আনসারুল হক

আমি মুসলমানদের পাহারাদার, বললেন মমতা ব্যানার্জি

নূর নিউজ

৫০০ বছরের পুরনো হাতে লেখা কোরআন মিললো তাইওয়ানে

নূর নিউজ