ইসরায়েলের সব কূটনীতিককে বহিষ্কার করলো কলম্বিয়া

গাজায় মানবিক সাহায্য নিয়ে যাওয়া নৌবহরে ইসরায়েলের হামলা এবং আটকের ঘটনার পর দেশটি থেকে ইসরায়েলের সব কূটনৈতিক প্রতিনিধি বহিষ্কারের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। দুই কলম্বিয়ান নাগরিক মানুয়েলা বেদোয়া ও লুনা বারেত্তোকে আটকের পর এই নির্দেশ দেন তিনি।

খবরে বলা হয়, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সদস্য হিসেবে গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছিলেন ওই কলম্বিয়ান দুই নাগরিক।

এই আন্তর্জাতিক উদ্যোগটি ইসরায়েলের অবরোধ ভাঙার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। গ্লোবাল মুভমেন্ট টু গাজা জানিয়েছে, ফ্লোটিলাটি উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছানোর পর ইসরায়েলি সেনারা তাদের অবৈধভাবে আটক করে।

প্রেসিডেন্ট পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সতর্ক করে বলেছেন, এ অভিযোগ যদি সত্য হয় তবে এটি বেনিয়ামিন নেতানিয়াহুর আরেকটি ‘আন্তর্জাতিক অপরাধ’ হিসেবে গণ্য হবে।

তিনি আরো ঘোষণা দেন, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করা হচ্ছে। এর আগেই তিনি চুক্তি স্থগিত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

এবার তিনি অতিরিক্ত পদক্ষেপ নিয়ে অবশিষ্ট কূটনৈতিক প্রতিনিধিদেরও কলম্বিয়ার ভূখণ্ড ত্যাগের নির্দেশ দিয়েছেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এ জাতীয় আরো সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাবুলে প্রবেশ করলেন মোল্লা স্তানাকজাই

নূর নিউজ

এবার পাকিস্তানে চালু হলো তৃতীয় লিঙ্গের মাদরাসা

আলাউদ্দিন

অসহায় আত্মসমর্পণের পথে ইউক্রেন সৈন্যরা, দাবি রাশিয়ার

নূর নিউজ