ইসরায়েলের কাছে ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

নূর নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর হামলার মধ্যেই ইসরায়েলের কাছে ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার তিনি এই বিপুল পরিমাণ টাকার অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিখুঁত মিসাইল পাবে ইসরায়েল। এছাড়া স্পেশাল মিউনিশন সক্ষমতাও পাবে দেশটি।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত ৫ মে এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত হয়। ওইদিন অস্ত্র বিক্রির সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেয় মার্কিন কংগ্রেস। সে হিসাবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে অনেক আগেই এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছে পোস্ট।

গাজা ও অধিকৃত পশ্চিম তীরে এক সপ্তাহের বেশি সময় ধরে বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের নির্বিচার হামলায় ফিলিস্তিনে এ পর্যন্ত অন্তত ২০৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অন্তত ৫৮ জন শিশু ও ৩৬ জন নারী রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

রমজানে তাহাজ্জুদ নামাজের জন্য খোলা থাকবে মিশরের ১১ হাজার মসজিদ

নূর নিউজ

লাদাখে ৭ ভা*রতীয় সেনা নিহ*ত

নূর নিউজ

টেক্সাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা:নিহত ১০

নূর নিউজ