ইসলামী আন্দোলনের আমীরের সঙ্গে কল্যাণ পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর  সঙ্গে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) সহ কল্যাণ পার্টির শীর্ষ নেতৃবৃন্দ আজ শুক্রবার (০২.০৯.২০২২) বাদ জুমআ দলের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় দেশের চলমান সঙ্কট ও সম-সাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যত করণীয় নিয়ে বিশদ মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের অতিরিক্ত মহাসচিব নূরুল কবীর ভূঁইয়া পিন্টু, ভাইস চেয়ারম্যান আলী হোসেন ফরায়েজী ও মাহমুদ খান, যুগ্ম মহাসচিব নূরুর আবছার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ আবেদীন, লে. কমান্ডার অব. ফয়সল মেহেদী, ওবায়দুল সিরাজী প্রমূখ।
কল্যাণ পার্টির নেতৃবৃন্দ জাতীয় সঙ্কট নিরসনে ইসলামী আন্দোলনের আমীর হযরত পীর সাহেব চরমোনাইকে বলিষ্ঠ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। দেশের স্বার্থে পীর সাহেব চরমোনাই’র যে কোন গঠনমূলক উদ্যোগে কল্যাণ পার্টি  সাড়া  দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পীর সাহেব চরমোনাই কল্যাণ পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতে ক্ষমতাপ্রেমিকদের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
এছাড়াও পীর সাহেব চরমোনাই’র সঙ্গে সৌজন্যে সাক্ষাত করেন জনাব কর্ণেল অব. আব্দুল হক, অধ্যাপক কর্ণেল অব. আকরাম ও প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম।

এ জাতীয় আরো সংবাদ

নিখোঁজের ১৪ দিন পরও সন্ধান মেলেনি মুফতি মিজানুরের

আনসারুল হক

আড়ং এর পণ্য বয়কট করুন: জমিয়ত

আলাউদ্দিন

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াতের আমির

নূর নিউজ