ইসলামী আন্দোলনের সমাবেশ থেকে নতুন কর্মসূচী ঘোষণা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দলের পক্ষ থেকে বেশকিছু দাবি ও কর্মসূচী ঘোষণা করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঘোষিত দাবী ও কর্মসূচী-

১. বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন
২. সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন
৩. ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবীতে

ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ৩ নভেম্বর মহাসমাবেশ থেকে ঘোষিত কর্মসূচী

১)১০ নভেম্বর ২০২৩-এর মধ্যে সরকারকে পদত্যাগ করে এবং জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে সকল নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

২)বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী ১ সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপিসহ সকল শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সকল রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে।

৩)সরকার এসব দাবি মেনে না নিলে, আন্দোলনরত সকল বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে কঠোর ও বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে।

৪)জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপিসহ বিরোধী দল সমূহের সকল শান্তিপূর্ণ কর্মসূচীর প্রতি সমর্থন ঘোষণা করছি।

এ জাতীয় আরো সংবাদ

কোরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের আহ্বান

আনসারুল হক

নির্বাচন নিয়ে আমরা সঙ্কটে পড়ে গেছি: সিইসি

নূর নিউজ

প্রচলিত শিক্ষাব্যবস্থা আদর্শ মানুষ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে: চরমোনাই পীর

আলাউদ্দিন