ইসলামের শিক্ষায় অভিভূত হয়ে ২৭ কারাবন্দির ইসলাম গ্রহণ

মুসলিমদের মানবিক শিক্ষায় অভিভূত হয়ে ২০২০ সালে আমিরাতের ২৭ জন কারাবন্দী ইসলাম গ্রহণ করেছেন। এসব বিদেশী বন্দীরা ইসলাম মতে জীবন যাপন শুরু করেন আমিরাতের রাস আল খাইমাহ কারাগারে। খবর খালিজ টাইমস এর।

নওমুসলিমরা এক বিবৃতিতে জানিয়েছেন, ইসলাম সম্পর্কে ব্যাপক পড়াশোনা করে জ্ঞান অর্জনের পর স্বতস্ফুর্তভাবে মুসলিম হয়েছেন তারা।

তারা জানান, মুসলিমদের সুন্দর আচার-ব্যবহার ও ইসলাম বিষয়ক মৌলিক জ্ঞান সম্পর্কিত কিছু কোর্স করে ইসলাম সম্পর্কে চিন্তা-ভাবনা শুরু করেন তারা। এরপর আমরা ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।

আল খাইমাহ কারাগার জানায়, পুনর্বাসন ও প্রশিক্ষণমূলক প্রোগ্রাম থেকে অনেক কয়েদি উপকৃত হয়েছে। কারামুক্তির পর সমাজে কয়েদিদের সুষ্ঠু জীবনযাপনে নানা ধরনের উদ্যোগ নেয়া হয়

এ জাতীয় আরো সংবাদ

ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে তামিল অভিনেতা থালাপতি

আনসারুল হক

আল-আকসায় ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়েছে ওআইসি

নূর নিউজ

আল্লামা আহমদ শফী রহ. ছিলেন আলেম উলামা ও ইসলামপন্থীদের ঐক্যের প্রতীক

আনসারুল হক