ইসলাম সহাবস্থানের কথা বলে, সেই সহাবস্থানের ক্ষেত্রে ভারত একটি মডেল: ড. মহম্মদ বিন আবদুল করিম আল ঈসা

মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জেনারেল শেখ ড. মহম্মদ বিন আবদুল করিম আল ঈসা বলেছেন, ইসলাম সহাবস্থানের কথা বলে। আর সেই সহাবস্থানের ক্ষেত্রে ভারত একটি মডেল।

মঙ্গলবার নিউ দিল্লিতে ইন্ডিয়া-ইসলামিক কালচারাল সেন্টারে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তিনি বলেন, ভারতের নানা বৈচিত্র্য থাকা সত্ত্বেও একসঙ্গে থাকার ক্ষেত্রে, সহাবস্থানের ক্ষেত্রে ভারত নজির সৃষ্টি করেছে।

আল ঈসা বলেন, আমরা যদি ভবিষ্যতে শান্তিতে থাকতে চাই, তবে আমাদের মানবতাকে রক্ষা করতে হবে। আমাদের মুসলিম ওয়ার্ল্ড লিগের নীতিই হচ্ছে বিশ্বাসের প্রকৃত চিত্রকে সংশোধন ও উপস্থাপনের জন্য কাজ করা, যাতে আমরা বিশ্বের বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারি। আর এ কারণেই মুসলিম ওয়ার্ল্ড লিগ জাতিসংঘের সহযোগিতায় একটি উদ্যোগ শুরু করেছে, যা পূর্ব ও পশ্চিমের মধ্যে সেতুবন্ধ সৃষ্টির জন্য কাজ করতে পারে।

মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জেনারেল শেখ ড. মোহম্মদ বিন আবদুল করিম আল ঈসা ছয় দিনের ভারত সফরে এসেছেন। ভারতের রাজনীতি ও সংস্কৃতির সঙ্গে একটা যোগসূত্র স্থাপন করতে চান তিনি।

এ জাতীয় আরো সংবাদ

মুসলিম দেশে কোক–পেপসির ব্যবসায় ধস, কমছে চাহিদা

নূর নিউজ

আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলা

নূর নিউজ

হাসপাতালে সৌদি বাদশাহর কোলনোস্কপি সম্পন্ন

নূর নিউজ