ইসি গঠন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আইন প্রণয়নে ‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ -এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম খসড়া আইনটি অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, এই আইনটা খুব ছোট আইন। এখানে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ দানের জন্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ প্রদানের জন্য একটা অনুসন্ধান কমিটি গঠন করা হবে, যেটা অন্যান্য আইনে যেভাবে আছে, ঠিক সেইভাবেই। এছাড়া একটি অনুসন্ধান কমিটিও গঠন করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

হিজাব পরে ৩১ বছর যাবৎ নাসায় কাজ করছেন যেই মুসলিম নারী

নূর নিউজ

বাংলাদেশের মানুষ কত ডিগ্রির বেশি তাপ সহ্য করতে পারবে না

নূর নিউজ

ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন

আনসারুল হক