এই গরমে তৃষ্ণার্তের তৃষ্ণা নিবারণ সর্বোত্তম মহৎ কাজ

তৃষ্ণার্ত বা পিপাসার্তকে পানি পান করানো একটি উত্তম কাজ। আর যদি প্রচণ্ড গরমে কাউকে ঠান্ডা পানি পান করানো হয়, তাহলে তো কাজটি আরো উত্তম হবে। এক ব্যক্তি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ‘কোন দান উত্তম? তিনি বললেন, ‘পানি পান করানো’। (নাসাই ৫৪৫৬)

ইমাম কুরতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘তৃষ্ণার্তের তৃষ্ণা নিবারণ সর্বোত্তম মহৎ কাজের একটি’।

হাদিসের অন্য এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সদকা বা দান জাহান্নামের আগুন নির্বাপণ করে। আর পানি পান করানো উত্তম সাদকা’। (আবু দাউদ ৭৪৩৫)

এ জাতীয় আরো সংবাদ

উদ্ধার কাজে সহযোগিতা করতে তুরস্কে যাচ্ছে সেনাবাহিনী ও ফায়ারসার্ভিসের একটি দল

নূর নিউজ

সমৃদ্ধি ও সুশাসনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নূর নিউজ

অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে সারাদেশে বিজিবি মোতায়েন

নূর নিউজ