একটি ভুল বিশ্বাস : কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করলে কি আঙুল পচে যায়?

কারো কবর দেখাতে গিয়ে যদি কেউ আঙুল দিয়ে ইশারা করে দেখায় যে, ঐটা অমুকের কবর তাহলে কিছু মানুষকে বলতে শোনা যায়- কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করতে নেই, আঙুল পচে যাবে।

এটি একটি ভুল বিশ্বাস, যা অজ্ঞতাবশত মানুষ বলে থাকে। এর কোনো ভিত্তি নেই। এ ধারণা বর্জন করা উচিত।

উৎস, মাসিক আলকাউসার।

এ জাতীয় আরো সংবাদ

সূরা ফাতিহায় দোয়া করার যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে

নূর নিউজ

এবার ইজতেমায় থাকবে সাইবার নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ

মক্কায় খলিফা হযরত উসমান (রা.)’র আমলের শিলালিপির সন্ধান

আনসারুল হক