এখন থেকে মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা: ধর্ম উপদেষ্টা

দেশের সব মসজিদের সভাপতি হিসেবে এখন থেকে দায়িত্ব পালন করবেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। পাশাপাশি ইমামদের নিয়োগ ও বরখাস্তেও মানতে হবে সরকারের নির্ধারিত নীতিমালা—এমন ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (১৮ জুলাই) খুলনার বয়রা এলাকায় মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‌‌‍‘ইমামদের হতে হবে জনবান্ধব। বাস্তবভিত্তিক ওয়াজ-নসিহত করতে হবে যাতে মানুষ সচেতন হয়। মসজিদে অপরাধ, নৈরাজ্য ও গুজব সৃষ্টিকারী ‘মব সংস্কৃতি’ নিয়ে আলোচনা হওয়া দরকার।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘যেসব মসজিদভিত্তিক শিক্ষা কেন্দ্রে প্রকৃত পাঠদান হচ্ছে না বা একই ব্যক্তি একসঙ্গে স্কুল ও মসজিদে শিক্ষকতা করছেন, সেসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ড. খালিদ হোসেন বলেন, ‘সমাজে অপরাধের মাত্রা কমছে না। বিশ্বের আর কোনো দেশে এমন প্রবণতা নেই। একে রোধে ধর্মীয় নৈতিকতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। স্বচ্ছতা, মানবিকতা আর দায়বদ্ধতা থাকলে অপরাধপ্রবণতা কমে আসবে।’

তিনি দাবি করেন, ইসলামিক ফাউন্ডেশনে শৃঙ্খলা ফিরেছে এবং সব ক্ষেত্রকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. সালাম খান, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

কওমি সনদ স্বীকৃতির কার্যকরী বাস্তবায়নের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

আনসারুল হক

বিমানবন্দরেই তাকরীমকে শুভেচ্ছা জানালো ইসলামিক ফাউন্ডেশন

নূর নিউজ

জাতীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে ঐকমত্য সমমনা ইসলামি দল

আনসারুল হক