এনসিপি নেতা মাওলানা আশরাফ মাহদীকে লালবাগ মাদরাসা থেকে অব্যাহতি

‘এনসিপি নাস্তিকদের সংগঠন’—এমন ফতোয়ার অজুহাতে দলটির কেন্দ্রীয় নেতা মাওলানা আশরাফ মাহদীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতে রাজধানীর ঐতিহ্যবাহী জামেআ কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ করেন তিনি নিজেই।

এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে আশরাফ মাহদী লিখেছেন, “লালবাগ মাদরাসা থেকে আমাকে অব্যাহতির সংবাদ পেলাম। সোমবারের জরুরি মজলিসে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে আমার অপরাধ কী—তা স্পষ্টভাবে জানানো হয়নি। কেবল বলা হয়েছে, আমি ‘এনসিপি করি’, আর ‘এনসিপি নাস্তিকদের সংগঠন’—সুতরাং শিক্ষক হিসেবে আমার থাকা সমীচীন নয়।”

তিনি জানান, ফোনে মজলিসের শূরা সদস্য মাওলানা মুহিব্বুল্লাহ তাকে এ সিদ্ধান্তের কথা জানান। আশরাফ মাহদীর ভাষ্য, তিনি মজলিসের কাছে জানতে চান—‘এনসিপি নাস্তিকদের সংগঠন’ বলা হলে তার দলিল কী? কিন্তু কেউ কোনো শরয়ি প্রমাণ দেখাতে পারেননি।

এনসিপির এই নেতা বলেন, “দল বা সংগঠন নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু আল্লাহ ও রাসুলের নামে মিথ্যা ফতোয়া দেওয়া মারাত্মক অন্যায়। আজ আমাকে যে কারণে অব্যাহতি দেওয়া হলো, তা আদৌ শরীয়তসঙ্গত নয়।”

তিনি আরও অভিযোগ করেন, তার অব্যাহতির পেছনে কিছু শিক্ষক ও প্রশাসনিক ব্যক্তির ‘গোপন অপপ্রচার ও ঈর্ষা’ কাজ করেছে। “আমার বাবা মাওলানা জসিম উদ্দিনও একসময় এ ধরনের চক্রান্তের শিকার হয়েছিলেন। এখন আমাকেও একই পথে টেনে নেওয়া হচ্ছে,”—বলেন আশরাফ মাহদী।

তিনি আল্লাহর কাছে দোয়া চান যেন সত্য প্রকাশিত হয় এবং ‘মুনাফিকদের মুখোশ’ উন্মোচিত হয়।

উল্লেখ্য, চাকরি থেকে অব্যাহতির বিষয়ে লালবাগ মাদরাসা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরো সংবাদ

চলতি মৌসুমে ওমরাহ পালনের শেষ তারিখ ৩১ মে

নূর নিউজ

মহানবীকে নিয়ে কটূক্তি: ঢাবি ও জাবি শিক্ষার্থীদের প্রতিবাদ

নূর নিউজ

তাবলীগ জামাতের দুই দলের অনুসারীর মারামারি, নিহত ১

নূর নিউজ