এবারও ইজতেমা ময়দানে মোবাইল নেটওয়ার্কে সমস্যা

টঙ্গীর তুরাগ নদের তীরে কাল শুক্রবার শুরু হচ্ছে আলমি শুরার তত্ত্বাবধানে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালের মধ্যেই পুরো ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যেন উপচে পড়ছে মুসল্লি।

আর অতিরিক্ত মানুষের চাপে প্রতিবছরের ন্যায় এবারও ইজতেমা ময়দানে মোবাইল নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে। ময়দানে অবস্থান করা লাখ লাখ মুসল্লি মোবাইল নেটওয়ার্কের ভোগান্তিতে পড়েছেন। ময়দানের চারপাশে অস্থায়ী মোবাইল টাওয়ার না বসানোয় এ সমস্যা দেখা দিয়েছে।

নেত্রকোনা চল্লিশা এলাকা থেকে ১৫ জন সাথী নিয়ে বুধবার বিকালে ইজতেমায় এসেছেন আব্দুল হাই (ছদ্মনাম)। ময়দানের প্রবেশের পর থেকে তিনি তার স্বজনদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাচ্ছেন না। ময়দানে মোবাইলের টাওয়ার না থাকায় এ সমস্যা হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, ১৩ জানুয়ারি শুরু হয়ে ১৫ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথমপর্বের (আলমি শুরার) বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। মাঝে চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (ওয়াসিফুল ইসলামপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বে অংশ নেবেন। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

এ জাতীয় আরো সংবাদ

যখন সরকারে ছিলাম ভয়ংকর ছিলাম না, এখন আমি ভয়ংকর: ইমরান খান

নূর নিউজ

বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের ‘সড়কপথ হচ্ছে’

নূর নিউজ

এবার ৭০ বছর বয়সে কুরআন মুখস্থ করে আলোড়ন সৃষ্টি করলেন ফিলিস্তিনি নারী

নূর নিউজ