এবারের ঈদযাত্রায় প্রাণ গেল ৩২৩ জনের

নূর নিউজ: করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে কঠোর বিধিনিষেধ। চলমান লকডাউনের মধ্যে বন্ধ ছিল দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন। এর মধ্যেও প্রতিনিয়তই ঘটেছে দুর্ঘটনা। এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌ-পথে ৩২৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৩১ জন। যা বিগত ছয় বছরের ঈদযাত্রার মধ্যে সর্বাধিক প্রাণহানির সংখ্যা। এসব ঘটনায় আহত হয়েছেন আরো তিন হাজার ৭২২ জন।
গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এই তথ্য প্রকাশ করে।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২১ প্রকাশ করে বলেন, লকডাউনের কারণে মানুষের যাতায়াত সীমিত হলেও গণপরিহন বন্ধ থাকার সুযোগে সড়কে ব্যক্তিগত যান বিশেষ করে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিকশা-ব্যাটারিচালিত অটোরিকশা, ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যানে গাদাগাদি করে যাতায়াতের কারণে এবারের ঈদে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি দুটোই বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ৭ই মে থেকে ২১শে মে পর্যন্ত ১৫ দিনের ঈদযাত্রায় দেশের সড়ক-মহাসড়কে ৩১৮টি দুর্ঘটনায় ৩২৩ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন ৬২২ জন। এই সময়ে রেলপথে দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নৌ-পথে তিন দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

সন্ত্রাস মোকাবিলায় র‍্যাবের অবদান তুলে ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের চিঠি

নূর নিউজ

পদ্মা সেতুতে প্রতিদিন টোল আদায় হচ্ছে ২ কোটি ১৮ লাখ টাকা : কাদের

নূর নিউজ

বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে এনআরবি ওয়ার্ল্ডকে আহ্বান রাষ্ট্রপতির

নূর নিউজ