এবার সড়কের জন্য কোথাও যানজট হয়নি: কাদের

এবারের ঈদযাত্রা অনেক স্বস্তির ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়কের জন্য কোথাও যানজট হয়নি বলেও জানান।

মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, এবার ঈদের সময় সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল। সড়কের জন্য কোথাও যানজট হয়নি। যেটা হয়েছে সেটা কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে হয়েছে। একটা রুটে সমস্যা বেশি হয়েছে সেটি হলো উত্তরাঞ্চল। কিন্তু সেটি হওয়ার কথা ছিল না।

পদ্মা সেতুর ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছেন বলেও জানান তিনি।

এ জাতীয় আরো সংবাদ

খালেদা জিয়াকে মুক্তি না দিলে কোটি মানুষ রাস্তায় নামবে’

নূর নিউজ

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যাবে না বিএনপি

নূর নিউজ

জঙ্গি নাটক করে সরকার আবারও ক্ষমতায় থাকতে চায়: ফখরুল

নূর নিউজ