ওমরা পারনে সৌদি আরবে অবস্থান করছেন মুশফিক ও রিয়াদ

পবিত্র ওমরাহ হজ পালন করতে এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচ খেলেই হজ পালনের উদ্দেশে দেশ ছেড়েছিলেন মুশফিক। সঙ্গী হিসেবে মুশফিকের সঙ্গে গিয়েছেন রিয়াদ।

রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একটি ছবি ছেড়ে সবাইকে সালাম জানান মুশফিক। এদিকে সোমবার মদিনায় অবস্থানরত একটি ছবি পোস্ট করেছেন রিয়াদও।

তবে ঠিক কবে নাগাদ বাংলাদেশ দলের এই দুই তারকা ক্রিকেটার দেশে ফিরবেন সেটা এখনো নিশ্চিত করে জানা যায়নি। তবে দ্রুতই দেশে ফিরে যোগ দেবেন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের আগে অনুশীলন ক্যাম্পে।

এর আগে পেসার তাসকিন আহমেদ গিয়েছিলেন ওমরাহ হজ পালন করতে। এছাড়া তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পরিবারসহ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

এ জাতীয় আরো সংবাদ

বিদআতি বক্তা তাহেরিকে খুঁজছে পুলিশ

আনসারুল হক

যুক্তরাষ্ট্র প্রবাসী মুফতি ইসমাইলের বাংলাদেশ সফরের সময়সূচী

নূর নিউজ

চাঁদপুরে মসজিদে খতিবের ওপর হামলার বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ

আনসারুল হক