ওমানে বাংলাদেশের নারী এমপি সনি আটক: জানেন না পররাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিকে ওমানে আটকের কথা শোনা যাচ্ছে, ‘এ বিষয়ে সরকার আনুষ্ঠানিক কোনো তথ্য জানে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরকম কোনো খবর আমরা জানি না। আমরা জানি যে এরকম কোনো সংসদ সদস্য সেখানে বেড়াতে গেছেন। কোনো ব্যক্তি যদি যান, সেটি ব্যক্তিগত উদ্যোগে। সরকারিভাবে আমরা কাউকে এ মুহূর্তে পাঠাইনি। আপনার কাছে শুনলাম। এগুলো আমরা জানি না।’

বুধবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এদিকে সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিকে ওমানে আটকের বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক পোস্টে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ওমান পুলিশ তাকে আটক করেছে।

এ জাতীয় আরো সংবাদ

ধ্বংসস্তূপের মধ্যেই হামলা চালাচ্ছে ইসরাইল; প্রাণ গেল আরও ২০০ শিশুর

আনসারুল হক

আমরা এই সরকারকে বৈধ মনে করি না : চরমোনাই পীর

নূর নিউজ

একুশে পদক পাচ্ছেন ১৫ বিশিষ্ট ব্যক্তি

Sufian Farabee