শতবর্ষী আলেম মাওলানা মোস্তাক আহমদের ইন্তেকাল

হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর:
শায়খুল হাদিস আল্লামা যাকারিয়া রহ.-এর সরাসরি ছাত্র, কক্সবাজার অঞ্চলের শতবর্ষী প্রবীণ আলেমেদ্বীন মাওলানা মোস্তাক আহমদ উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের নিজ বাড়িতে আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকাল ৮ টায় ইন্তেকাল করেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ আছর হলদিয়া পালং ইউনিয়নের পদ্মপুকুর জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাযে অনুষ্ঠিত হয়।
মাওলানা মোস্তাক আহমদ রহ. আল্লামা শাহ আহমদ শফী রহ. -এর সমসাময়িক সহপাঠী। তিনি ভারতের বিখ্যাত সাহারানপুর মাজহারুল উলুম মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস পাশ করেন।

দীর্ঘ কর্মজীবনে বর্ষীয়ান এ আলেমেদ্বীন উখিয়া মরিচ্যা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ সময় ইমাম ও খতীব হিসেবে খেদমত আঞ্জাম দেন। এছাড়াও তিনি বিভিন্ন মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনা করে আসছিলেন।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদ, রামু লেখক ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রবীণ এ আলেমেদ্বীনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ জাতীয় আরো সংবাদ

গাজীপুরে ৫৩ বছর একই মসজিদে ইমামতির পর ইমামকে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে বিদায়

নূর নিউজ

শিক্ষামন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের মতবিনিময়, পাঠ্যবই সংশোধনের আশ্বাস

নূর নিউজ

১৯৬ তম ঈদের জামাতে শোলাকিয়া ঈদগাহে মুসল্লিদের উপচেপড়া ভীড়

নূর নিউজ