কক্সবাজার ও ফটিকছড়ি মাদ্রাসায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: মুফতি মুহাম্মদ ওয়াক্কাস

নূর নিউজ: চট্টগ্রাম ফটিকছড়ি পশ্চিম নানুপুর দারুসসালাম ঈদগাহ মাদ্রাসা ও কক্সবাজার রাহমানিয়া মাদ্রাসায় হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি ও হাইয়াতূল উলয়ার কো-চেয়ারম্যান সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।

আজ (৬ জানুয়ারী) বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবী জানান।

বিবৃতিতে তিনি বলেন, ইসলাম বিরোধী অপশক্তিগুলোই মসজিদ ও মাদ্রাসাগুলোকে টার্গেট করে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় মাদ্রাসাগুলোকে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটছে। অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আলেমসমাজ ঐক্যবদ্ধভাবে তাদের দাঁতভাঙ্গা জবাব দিবে।

মুফতি ওয়াক্কাস মাদ্রাসা দু’টির সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ জাতীয় আরো সংবাদ

প্রতি বছর টিকা নিতে হবে কিনা প্রশ্নে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

নূর নিউজ

প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

নূর নিউজ

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের ভাড়ার তালিকা প্রকাশ

নূর নিউজ