কত লক্ষ টাকা পুরস্কার পেল সালেহ আহমদ তাকরীম?

ইরান, লিবিয়া ও সৌদি আরবের পর আরো একটি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা হয়েছে বাংলাদেশের ক্ষুদে হাফেজ সালেহ আহমাদ তাকরিম।

দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম কুরআন প্রতিযোগিতায় বিরল এ গৌরব অর্জন করেছে সে। ফলে গত মঙ্গলবার (৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেয় আয়োজকরা।

প্রতিযোগিতার ওয়েবসাইট থেকে জানা যায়, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ তাকরিম পুরস্কার হিসেবে আড়াই লাখ দিরহাম পেয়েছে। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭১ লাখ ৭০ হাজার ৮৯৪ টাকা।

এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী পুরস্কার হিসেবে পেয়েছে দুই লাখ দিরহাম। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৭ লাখ ৩৬ হাজার ৭১৫ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী পেয়েছে দেড় লাখ দিরহাম। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৩ লাখ দুই হাজার ৫০০ টাকা।

দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী নাম- যথাক্রমে ইথিওপিয়ার আব্বাস হাদি ওমর ও সৌদি আরবের খালেদ সুলাইমান বুরকানি।

 

এ জাতীয় আরো সংবাদ

শাপলা চত্বরে রক্ত দেয়ার মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন শুরু

আনসারুল হক

তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা

আনসারুল হক

রমজানে একাধিকবার ওমরা করা যাবে না

নূর নিউজ