করোনাকালে মায়ের কাছেই কুরআনে হাফেজ ৮ বছরের শিশু মুয়াজ

করোনাকালে মায়ের কাছে কুরআনে হাফেজ হয়েছেন ৮ বছরের শিশু আবরারুল হক মুয়াজ। এতে পরিবারের সবাই তাকে নিয়ে আনন্দিত। মুয়াজ কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন ছিলনী গ্রামের হাফেজ মাওলা মাহবুবুর রহমানের ছেলে। বর্তমানে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়ায় অবস্থিত মাদরাসায়ে দ্বীনিয়্যাহর ছাত্র সে।

মুয়াজের বাবা জানান, আমার ছেলেকে নিয়ে একদিন ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গনে আয়োজিত একটি হিফজুল কোরান প্রতিযোগিতায় যাই। মুয়াজ সেখানে ছোট ছোট বাচ্চাদের কোরান তিলাওয়াত তন্ময় হয়ে শোনে। বাসায় এসে বাবা-মায়ের কাছে আবদার করে, সে কোরানে হাফেজ হতে চায়। তার আগ্রহ দেখে মাদরাসায় নিয়ে যায় তার বাবা। কিন্তু কিছু দিনের মধ্যেই করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময়টাতে বাসায় তার মায়ের কাছে পড়তে থাকে। আলহামদুলিল্লাহ, মাত্র আট বছর বয়সেই সে পবিত্র কোরানে হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করে।

মুয়াজের অল্প বয়সে হাফেজ হওয়া নিয়ে আনন্দিত তার গ্রামবাসীও।

একজন আদর্শবান মানুষ হয়ে যেন বাঁচতে পারে এ জন্য মুয়াজের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

সামান্য কমবে দিন ও রাতের তাপমাত্রা

Sufian Farabee

শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

নূর নিউজ

একসঙ্গে ১০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন সিরাজগঞ্জের নবনির্মিত এই মসজিদে

আলাউদ্দিন