‘করোনাভাইরাসের চেয়েও প্রাণঘাতী হয়ে উঠেছে ব্রিটিশ অস্ত্র’

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের চেয়েও মারাত্মক হয়ে উঠেছে তার দেশের উপর ব্যবহার করা ব্রিটিশ অস্ত্র।

ইয়েমেনে যুদ্ধবিরতির জন্য ব্রিটিশ সরকার যে আহ্বান জানিয়েছে তাকে দ্বিচারিতা বলেও মন্তব্য করেছেন আলি আল-হুথি।

তিনি বলেন, অস্ত্র-ভাইরাস সরবরাহ না করার জন্য আমরা লন্ডনের প্রতি আহ্বান জানাই। ব্রিটেনের এসব অস্ত্র ইয়েমেনের নিরাপরাধ জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

গতকাল (বুধবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তিনি এসব কথা বলেন। আলী আল-হুথি বলেন, “অস্ত্রের এই ভাইরাস বিক্রি বন্ধ করুন। এগুলো করোনাভাইরাসের চেয়েও প্রাণঘাতী কারণ এই সমস্ত অস্ত্র দিয়ে ইয়েমেনের জনগণকে হত্যা করা হচ্ছে। ব্রিটিশ অস্ত্র আগ্রাসীদেরকে সশস্ত্র করে তুলছে।”

সম্প্রতি খবর বের হয়েছে যে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন যে বৈঠক থেকে সোমালিয়া, দক্ষিণ সুদান এবং ইয়েমেনে করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণের জন্য যুদ্ধবিরতির প্রচেষ্টা চালানো হবে।

উৎস, পার্সটুডে

এ জাতীয় আরো সংবাদ

কাতারস্থ আলনূর কালচারাল সেন্টারের নবনির্বাচিত পরিচালনা পরিষদ গঠিত

আনসারুল হক

হিজাব পরা নারীকে রেস্টুরেন্টে প্রবেশ করতে না দেয়ায় মালিকের জরিমানা ফ্রান্সে

নূর নিউজ

সুদানে জান্তা সরকার বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত ১৭ জন হতাহত

নূর নিউজ